নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে জুলাই শনিবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে একটি সুপার মার্কেটের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত CCS সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় CCS দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাতকে সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।
“সচেতন ভোক্তা, সুশৃঙ্খল বাজার – অধিকার রক্ষায় সচেতন হই” এই মূলমন্ত্র সামনে রেখে CCS ছাতক শাখা আগামী দিনে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও পদযাত্রা আয়োজন করবে বলে সভায় জানানো হয়।
এছাড়াও, সভায় আগামীর পরিকল্পনা অনুযায়ী একটি তিন সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল লক্ষ্য হবে পরিচিতি সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে কাজ করে CCS কে এগিয়ে নিয়ে যাওয়া।